** পুরো লেখা না পড়ে যাবেন না...এটি হতে পারে আপনার বিজনেসের গেইম চেঞ্জিং স্টেপ**

আপনি মার্কেটিং নিয়ে সিরিয়াস মানে প্রতিযোগীদের থেকে এগিয়ে আছেন

ফেসইবুকের মাধ্যমে ব্যবসা করছেন সেল পাচ্ছেন না?

আপনি কি জানেন, নতুন যে বিজনেস গুলো শুরু হয় তার মধ্যে ৯০% বিজনেসই ফেইল করে এবং এর মধ্যে ২০% বিজনেস প্রথম ১ বছরের মধ্যেই ঝড়ে পড়ে। বিজনেস ফেইল হওয়ার অসংখ্য কারণ থাকলেও সব থেকে বড় কারণটি হচ্ছে ”ভুল মার্কেটিং স্ট্রাটেজি”

আপনার বিজনেসের সব কিছু ঠিক থাকার পরেও যদি মার্কেটিং ভালো না হয়, যদি মার্কেটিং কে আপনি সিরিয়াসলি না নেন এবং এর পিছে সঠিক সময়ে ইনভেস্ট না করেন তবে নিশ্চিত থাকেন আজ বা কাল হোক আপনি বিজনেসে ফেইল করবেন।

ডিজিটাল মার্কেটিং

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর বড় একটি অংশ হচ্ছে ফেইসবুকের মাধ্যমে মার্কেটিং। বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে অসংখ্য বিজনেস তৈরি হয়েছে যারা কোটি টাকার কোম্পানী হয়ে গিয়েছে শুধুমাত্র ফেইসবুকের মাধ্যমে ব্যবসা করে।

এইবার মেইন টপিকে আসা যাক

আপনি যেহেতু এখানে এসেছেন এবং এতক্ষণ পর্যন্ত পড়েছেন তো এটা বলাই যায় মার্কেটিং নিয়ে আপনি সিরিয়াস এবং আপনার বিজনেসের জন্য ফেসইসবুক মার্কেটিং সার্ভিস নিতে ইচ্ছুক।

আপনাদের মধ্যে অসংখ্য উদ্যোক্তা আাছে যারা ভুল জায়গা থেকে মার্কেটিং সার্ভিস নিয়ে টাকা লস করেছে আবার অনেকে কোথাই থেকে সার্ভিস নেয়া যায় সেই সোর্স টাই খুজে পাচ্ছে না।

কিন্তু এখন মার্কেটিং নিয়ে টেনশন নেই, বিজনেসের অনান্য কাজে আপনি ফোকাস করুন
মার্কেটিং আমাদের দেখতে দিন।

কেন আমাদের থেকে ফেসইবুক মার্কেটিং সার্ভিস নিবেন?

মাত্র ৫ মাসে একটি বিজনেসকে আমরা ১ কোটি টাকার সেল এনে দিয়েছি শুধু মাত্র ফেইসবুক অ্যাডসের মাধ্যমে, হতে পারে নেক্সট কোটি টাকার স্টোরি টি আপনার বিজনেসের।

কিভাবে মার্কেটিং বা বুস্টিং সার্ভিস নিবেন?

নিচের এই ফর্মটি ফিলআপ করে দিন,আমাদের একজন মার্কেটিং এক্সপার্ট আপনার সাথে যোগাযোগ করবে

ফেইসবুক মার্কেটিং সর্ম্পকিত কমন কিছু প্রশ্ন / উত্তর:

ডলার রেট কত?

১২৫ টাকা - সার্ভিস চার্জ বাদে

১৫০ টাকা - সার্ভিস চার্জ সহ

সার্ভিস চার্জ কত?

আমরা ২ ধরণের সার্ভিস চার্জ মডেলে কাজ করি

১- ডলার রেট ১৫০ টাকা সার্ভিস চার্জ সহ।

২- প্রতি মাসে মিনিমাম ৩০ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)

পেমেন্ট মডেল কি?

আমরা প্রি-পেইড মডেলে সার্ভিস দিয়ে থাকি, অর্থাৎ আপনি কত ডলাররের বুস্ট করবেন তা সার্ভিস চার্জ সহ আমাদের অগ্রিম পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আমরা অ্যাড সেটআপ শুরু করবো।

পেমেন্ট কিভাবে করবো?

আমরা রেকমেন্ড করি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে, তবে আপনি বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। কিন্তু বিকাশে পেমেন্ট করলে পেমেন্ট এমাউন্টের সাথে ২% পেমেন্ট গেটওয়ে ফি প্রদান করতে হবে।

১ ডলারে কত লাইক আসবে?

এটা নির্ভর করবে আপনার বিজনেসের টার্গেটেড অডিয়েন্সের ওপর। যদি কম্পিটিটিভ অডিয়েন্স হয় তবে লাইক কম আসবে আর লো কম্পিটিশন হয়ে থাকলে লাইক বেশি আসবে। এসবের বাইরেও আরো অনেক কিছু নির্ভর করে, আমরা আনুমানিক একটা আইডিয়া দিতে পারি বাংলাদেশে ১ ডলারে ১০০-৫০০ লাইক আসে, এটা আনুমানিক এক্সাট না। ভালো রেজাল্ট আনার জন্য আমরা সবসময়ই আমাদের বেস্ট ট্রাই করে থাকি।

১ ডলারে কত রিচ আসবে?

এটা ও নির্ভর করবে আপনার টার্গেটেড অডিয়েন্সের ওপর। আমরা এক্সাট কিছু বলছি না, তবে আনুমানিক ১ ডলারে সাধারণত ১০০০ - ৩০০০ রিচ আসে।

অ্যাড কপি / পোস্ট

যেহুতু আপনার সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে আপনিই ভালো অবগত, তো আমরা সাজেস্ট করি অ্যাড কপি বা পোস্ট আপনি ই লিখে দেন। তবে যদি আপনার লিখতে অসুবিধা হয় তো আমরা লিখে দিবো।

অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন

অ্যাড ক্রিয়েটিভ আপনাকেই প্রোভাইড করতে হবে, আমরা শুধু অ্যাড সেটআপ করে দিবো। তবে কিভাবে বেটার অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন করা যায় সে সম্পর্কে প্রয়োজনে আমরাও সাজেশন দিবো।

অ্যাডসের বাজেট সম্পূর্ণ খরচ না হলে?

বাজেট সম্পূর্ণ খরচ না হয়, তো আমরা পুনরায় অ্যাডস মডিফাই করে অথবা নতুন ভাবে সেটআপ করে বাজেট স্পেন্ড করবো। আর যদি কোন ত্রুটির কারণে সমস্যা হয় তবে যে পরিমাণ এমাউন্ট খরচ হবেনা সেটি আপনাকে অবশ্যই রিফান্ড করে দেয়া হবে , রিফান্ড প্রসেস ৭-১০ কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে।

ডেইলি কতো বাজেটে বুস্ট করলে ভালো হবে?

দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি যত বেশি টাকা দিবেন তত বেশি গুরুত্ব পাবেন, ফেইসবুকের ক্ষেত্রে বিষয়টা এমন। আপনার প্রতিযোগীদের থেকে যত বেশি বাজেট মার্কেটিং এ খরচ করবেন তত বেশি এগিয়ে থাকবেন। আমরা রেকমেন্ড করবো প্রতিদিন কমপক্ষে ২০-৩০ ডলার বুস্ট করুন এর চেয়ে বেশি করতে পারলে ভালো।

প্রতিদিন মিনিমাম কত ডলারের বুস্ট করতে হবে?

প্রতিদিন মিনিমাম ৫ ডলার বুস্ট করতে হবে, বাজেট এর চেয়ে কম হলে আমরা সাধারণত প্রজেক্ট নেইনা।

অ্যাড সেটআপ করতে কত সময় লাগবে?

পেমেন্ট সম্পূর্ণ করার ২৪-৭২ ঘণ্টার মধ্যেই আমরা অ্যাড সেটআপ করে থাকি, তবে কোন টেকনিক্যাল সমস্যা হলে এর থেকে বেশি সময় ও লাগতে পারে।

আপনারা কি ধরণের প্রজেক্ট একসেপ্ট করেন?

এডাল্ট, সিপিএ, জুয়া, ভায়োলেন্স এই ধরণের প্রজেক্ট বাদে আমরা প্রায় সব ধরণের প্রজেক্ট ই একসেপ্ট করে থাকি।

Hammad Toslim

“They’ve added a whole new dimension of growth to our business. Their efficiency, dedication, and responsiveness have all been far above my expectations”



Ben Addy

“Super helpful in helping develop a plan to fix my website. At this time I am pivoting away from that and focusing on other areas but they helped clear the air on issues I have.”



Abid Khan

“Ok, they provide the best customers support in the country. I just ask them to create a website. And they give me the best site for my business”



আমি কি সেলসের গ্যারান্টি দেই?

সেলস শুধু অ্যাডসের ওপর নির্ভর করেনা, প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট প্রাইজ, মার্কেট কম্পিটিশন, মার্কেটিং কনটেন্ট, ব্রান্ড রেপুটেইশন ইত্যাদি আরো অনেক বিষয়ের ওপর নির্ভর করে।

তো সেলসের জন্য সঠিকভাবে অ্যাড সেটআপ যেমন জরুরী তেমনি এইসব বিষয় ও খুবই জরুরী। দুনিয়ার কোন মার্কেটিং এজেন্সি বা মার্কেটার আপনাকে সেলসের গ্যারান্টি দিবে না, তাই আমরাও দেইনা, যদি কেউ দিয়ে থাকে সে মিথ্যা বলছে।

তবে আপনার আপনার বিজনেসের সেলস বাড়ানোর জন্য আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার সর্বোচ্চ চেষ্টাই করবো এবং আপনাকেও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনি ভালো সেল পেলে আপনার পাশাপাশি আমরাও প্রফিটেবল হবো তো সেলস আনার চেষ্টাটা আপনার জন্য না হলেও আমাদের নিজেদের জন্য অবশ্যই করবো।

Bonus

REGISTER YOUR SPOT NOW

Enter your details below to get instant access to [enter lead magnet name here]

We process your personal data as stated in our Privacy Policy. You may withdraw your consent at any time by clicking the unsubscribe link at the bottom of any of our emails.

Close