আমরা কে? কি করি?
আমরা সাধারণের মধ্যেও একটি অসাধারণ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপনাদের ব্যবসায় সেল বৃদ্ধি করতে সাহায্য করি এবং কাজ শেষে অল্প কিছু
টাকা সার্ভিস চার্জ নিয়ে জীবন যাপন করি
আমরা যা যা কাজ পারি -
ফেইসবুকে অ্যাডস দিয়ে মানুষকে বিরক্ত করতে পারি।
গুগল, বিং, অ্যামাজন অ্যাডস দিতে পারি।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারি।
এসইও এবং ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারি।
সেলস ফানেল ডিজাইন করে কাস্টোমারের ব্রেইন ওয়াশ করি।
মার্কেট রিসার্স করে আপনাকে বুদ্ধি-শুদ্ধি দিতে পারি।
আর উড়া ধুড়া সেই লেভেলের ই-কমার্স প্রোডাক্ট সেল করতে পারি।
রেজাল্ট
এত কিছু পারলে, আপনার সুবিধা কি?
সুবিধা আছে ভাই, আমরা জানি আপনি একজন উদ্যোক্তা তাই তো একটু বুদ্ধি খাঁটিয়ে শুধু আপনাকেই এই পেইজে নিয়ে এসেছি
ব্যাবসার সবকিছু একাই করতে যাবেন না!
উদ্যোক্তা মানে বট গাছ, যে দুপুরের কড়া রোদেও বিজনেসের যে সেক্টরে হেল্প প্রয়োজন সেখাইনেই ছায়া দিয়ে হেল্প করতে পারবে। আপনি বিজনেসের প্রত্যেকটি সেক্টরে ছায়া দিতে থাকুন আর মার্কেটিং টা না হয় আমাদের দেখতে দিন?
কত মার্কেটিং এজেন্সি আছে...আপনাদের থেকে সার্ভিস নিতে হবে?
দুঃখের কথা কি বলবো ভাই আসলেই এত পরিমাণ মার্কেটিং এজেন্সি তৈরি হয়েছে যে কিছু বলার নেই। আমাদের দেশে ডাক্তার হতে ১৭-২০ বছর লেখা পড়া করতে হয়, ইঞ্জিনিয়ার হতেও প্রায় একই সময় পড়তে হয়, এত এত পড়াশোনার পরে গিয়ে একজন স্টুডেন্ট ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা পায়।
অথচ ডিজিটাল মার্কেটিং এমন একটি পেশা সবার ধারণা, এটি যে কেউ চাইলেই করতে পারে, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার সবাই চাইলে মার্কেটিং করতে পারে। কোন পড়াশোনার প্রয়োজন নেই, কোন প্রাক্টিক্যাল এক্সপেরিয়েন্সের একদমই দরকার নেই। তাই আমাদের দেশের এত এত মার্কেটিং এজেন্সি তৈরি হয়।
যাইহোক আমাদের থেকে আপনি সার্ভিস নিবেন কারণ, আমরা শুধু টুলস নির্ভর এবং কারো দেখানো স্ট্র্যাটেজি নির্ভর মার্কেটিং করিনা। আমরা টুলস ব্যবহার কম করি নিজেদের ব্রেইন খাঁটিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করি তাই আশা করি আপনি আমাদের মার্কেটিং সার্ভিসে হতাশ হবেন না এবং উদ্যোক্তা মার্কেটারের এই সম্পর্ক অনেক দিন অটুট থাকবে।
Pricing Plan
Starter
$150
1 Time Ad Setup / Edit
Support: 10 AM - 4 PM
Monthly Analytic Report
All Technical Setup (Paid)
$130 Ads Campaign
Dollar Rate: 150 TK
Standard
$200
2 Times Ad Setup / Edit
Support: 10 AM - 4 PM
Monthly Analytic Report
All Technical Setup (Paid)
$180 Ads Campaign
Dollar Rate: 150 TK
Recommended
Growth
$300
3 Times Ad Setup / Edit
Support: 10 AM - 4 PM
Monthly Analytic Report
All Technical Setup (Paid)
$270 Ads Campaign
Dollar Rate: 150 TK
Premium
$500
5 Times Ad Setup / Edit
Support: 10 AM - 4 PM
Monthly Analytic Report
All Technical Setup (Paid)
$450 Ads Campaign
Dollar Rate: 150 TK
ফেইসবুক মার্কেটিং সর্ম্পকিত কমন কিছু প্রশ্ন / উত্তর:
পেমেন্ট মডেল কি?
আমরা প্রি-পেইড মডেলে সার্ভিস দিয়ে থাকি, অর্থাৎ আপনি কত ডলাররের বুস্ট করবেন তা সার্ভিস চার্জ সহ আমাদের অগ্রিম পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আমরা অ্যাড সেটআপ শুরু করবো।
পেমেন্ট কিভাবে করবো?
আমরা রেকমেন্ড করি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে, তবে আপনি বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। কিন্তু বিকাশে পেমেন্ট করলে পেমেন্ট এমাউন্টের সাথে ২% পেমেন্ট গেটওয়ে ফি প্রদান করতে হবে।
১ ডলারে কত লাইক আসবে?
এটা নির্ভর করবে আপনার বিজনেসের টার্গেটেড অডিয়েন্সের ওপর। যদি কম্পিটিটিভ অডিয়েন্স হয় তবে লাইক কম আসবে আর লো কম্পিটিশন হয়ে থাকলে লাইক বেশি আসবে। এসবের বাইরেও আরো অনেক কিছু নির্ভর করে, আমরা আনুমানিক একটা আইডিয়া দিতে পারি বাংলাদেশে ১ ডলারে ১০০-৫০০ লাইক আসে, এটা আনুমানিক এক্সাট না। ভালো রেজাল্ট আনার জন্য আমরা সবসময়ই আমাদের বেস্ট ট্রাই করে থাকি।
১ ডলারে কত রিচ আসবে?
এটা ও নির্ভর করবে আপনার টার্গেটেড অডিয়েন্সের ওপর। আমরা এক্সাট কিছু বলছি না, তবে আনুমানিক ১ ডলারে সাধারণত ১০০০ - ৩০০০ রিচ আসে।
অ্যাডসের বাজেট সম্পূর্ণ খরচ না হলে?
বাজেট সম্পূর্ণ খরচ না হয়, তো আমরা পুনরায় অ্যাডস মডিফাই করে অথবা নতুন ভাবে সেটআপ করে বাজেট স্পেন্ড করবো। আর যদি কোন ত্রুটির কারণে সমস্যা হয় তবে যে পরিমাণ এমাউন্ট খরচ হবেনা সেটি আপনাকে অবশ্যই রিফান্ড করে দেয়া হবে , রিফান্ড প্রসেস ৭-১০ কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে।
ডেইলি কতো বাজেটে বুস্ট করলে ভালো হবে?
দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি যত বেশি টাকা দিবেন তত বেশি গুরুত্ব পাবেন, ফেইসবুকের ক্ষেত্রে বিষয়টা এমন। আপনার প্রতিযোগীদের থেকে যত বেশি বাজেট মার্কেটিং এ খরচ করবেন তত বেশি এগিয়ে থাকবেন। আমরা রেকমেন্ড করবো প্রতিদিন কমপক্ষে ২০-৩০ ডলার বুস্ট করুন এর চেয়ে বেশি করতে পারলে ভালো।
অ্যাড সেটআপ করতে কত সময় লাগবে?
পেমেন্ট সম্পূর্ণ করার ২৪-৭২ ঘণ্টার মধ্যেই আমরা অ্যাড সেটআপ করে থাকি, তবে কোন টেকনিক্যাল সমস্যা হলে এর থেকে বেশি সময় ও লাগতে পারে।
আপনারা কি ধরণের প্রজেক্ট একসেপ্ট করেন?
এডাল্ট, সিপিএ, জুয়া, ভায়োলেন্স এই ধরণের প্রজেক্ট বাদে আমরা প্রায় সব ধরণের প্রজেক্ট ই একসেপ্ট করে থাকি।
Hammad Toslim
Entrepreneur
“They’ve added a whole new dimension of growth to our business. Their efficiency, dedication, and responsiveness have all been far above my expectations”
Rezwan AFran
Businessman
"Not everyone can take responsibility. The good qualities I saw and found in them. I have been a regular customer since taking their small service, I think NRI is the best in North Bengal. Best of luck on your way"
Abid Khan
Freelancer
“Ok, they provide the best customers support in the country. I just ask them to create a website. And they give me the best site for my business”
যোগাযোগ করুন এবং আমাদের উভয়ের সুযোগ তৈরি করুন।
“ যদি না সেলস ড্রপ করে….এ বাঁধন যাবে না ছিঁড়ে
সেলস থাকবে যতদিন….এ বাঁধন ততদিন ”
আমরা সেলসের গ্যারান্টি দেই?
সেলস শুধু অ্যাডসের ওপর নির্ভর করেনা, প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট প্রাইজ, মার্কেট কম্পিটিশন, মার্কেটিং কনটেন্ট, ব্রান্ড রেপুটেইশন ইত্যাদি আরো অনেক বিষয়ের ওপর নির্ভর করে।
তো সেলসের জন্য সঠিকভাবে অ্যাড সেটআপ যেমন জরুরী তেমনি এইসব বিষয় ও খুবই জরুরী। দুনিয়ার কোন মার্কেটিং এজেন্সি বা মার্কেটার আপনাকে সেলসের গ্যারান্টি দিবে না, তাই আমরাও দেইনা, যদি কেউ দিয়ে থাকে সে মিথ্যা বলছে।
তবে আপনার আপনার বিজনেসের সেলস বাড়ানোর জন্য আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার সর্বোচ্চ চেষ্টাই করবো এবং আপনাকেও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনি ভালো সেল পেলে আপনার পাশাপাশি আমরাও প্রফিটেবল হবো তো সেলস আনার চেষ্টাটা আপনার জন্য না হলেও আমাদের নিজেদের জন্য অবশ্যই করবো।